প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা লতিফ সিদ্দিকীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী সদরস্থ তাঁর বাসভবনে আয়োজিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় তিনি ওই ঘোষণা দেন।
মতবিনিময় সভায় মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চিফ আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘নির্বাচনে অংশ নেবো কি নেবো না এ নিয়ে গত কয়েকদিন ধরে আমি দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। আমি সব সময় জনগণের মতামত ও জনরায়কে প্রাধান্য দিয়ে রাজনীতি করেছি এবং এখনও করছি। আমার কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের আগ্রহ ও অনুরোধের প্রতি সম্মান জানিয়েই আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘মনের সঙ্গে যুদ্ধ করে নির্বাচনী এলাকার মানুষের আকাঙ্খা পুরনে বুজুর্গ পীর শাহ একিনের মাজার, বাবা-মায়ের কবরস্থান জিয়ারতের মাধ্যমে তাদের কাছে দোয়া ও অনুকম্পা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ পর্যন্ত টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে যতবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে ততবার আমি জনগনের রায় পেয়েছি। এলাকার মানুষ আমাকে পছন্দের লোক হিসেবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমার প্রতি এ এলাকার মানুষের চাওয়া আছে, একই সঙ্গে আমার প্রতি তাদের বিশ^াস ও আস্থাও আছে। আশাকরি এবারের নির্বাচনেও নির্বাচনী এলাকার সব শ্রেণি-পেশার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’
মতবিনিময় সভায় তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে আগামি ২৯ ডিসেম্বর (সোমবার) মনোনয়নপত্র জমা দিবেন। এরপর পর্যায়ক্রমে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম চালাবেন।
অনানুষ্ঠানিক ওই মতবিনিময় সভায় কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, অধ্যাপক মো. আবুল কাশেম, সাবেক এপিপি অ্যাডভোকেট শহীদুল ইসলাম শহীদ তালুকদার, মোহাম্মদ আলী, আলমগীর হোসেন, গাজীউর রহমান গাজী, ঝন্টু সহ নির্বাচনী আসনে তাঁর শুভানুধ্যায়ী ও অর্ধশতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
প্রকাশ, বিগত ১২টি জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে আবদুল লতিফ সিদ্দিকী ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে তিনি কারাবন্দি থাকায় এ আসনে তাঁর সহধর্মিনী বেগম লায়লা সিদ্দিকী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে উপ-মহাদেশের প্রথম মহিলা সংসদ সদস্য নির্বাচিত হন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com